ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ইউনিক হোটেলের শেয়ার কিনবে নেব্রাস পাওয়ার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৭, ১৮ এপ্রিল ২০২১  
ইউনিক হোটেলের শেয়ার কিনবে নেব্রাস পাওয়ার

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিক হোটেলের শেয়ার কিনবে নেব্রাস পাওয়ার ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বি.ভি। এ লক্ষ্যে দুই প্রতিষ্ঠানের সঙ্গে পারস্পারিক চুক্তি স্বাক্ষর হয়েছে।

রোববার (১৮ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, চুক্তি অনুযায়ী ফেস ভ্যালুতে ইউনিটক হোটেল ১৪ হাজার ৬৪১টি সাধারণ শেয়ার বিক্রি করবে। যার ১১.৭৬ শতাংশ পেইড-আপ শেয়ার ইউনিক ম্যানেজমেন্ট পাওয়ার লিমিটেডের (ইউনিক হোটেলর সহযোগী কোম্পানি) রয়েছে।

নেব্রাস পাওয়ার ইনভেস্টমেন্ট কোম্পানিটির শেয়ার ২ কোটি ৪০ লাখ ৬৮ হাজার ৮০০ প্রিমিয়াম ফেসে কিনবে। কোম্পানিটি অনুমোদন পেলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ধাপে এই শেয়ার কিনতে পারবে।

কোম্পানিটি আরও জানিয়েছে, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস ৫৮৪ মেগাওয়াট (নেট) গ্যাস/আর-এলএনজি ভিত্তিক কমবাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট প্রকল্প করেছে। কোম্পানিটির এই প্রকল্পের সঙ্গে স্ট্রেটেজিক ফাইন্যান্স লিমিটেড এবং জিই ক্যাপিটাল গ্লোবাল এনার্জি ইনভেস্টমেন্ট বি.ভি মিলে নামকরণ করা হয়েছে ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেড। এই প্রকল্পটি নারায়ণগঞ্জের মেঘনাঘাটে অবস্থিত।

ঢাকা/এনএফ/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়