Risingbd Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ১৭ মে ২০২১ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪২৮ ||  ০৩ শাওয়াল ১৪৪২

সর্বোচ্চ দর বেড়েছে প্রাইম ইন্স্যুরেন্সের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৬, ১৮ এপ্রিল ২০২১  
সর্বোচ্চ দর বেড়েছে প্রাইম ইন্স্যুরেন্সের

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার (১৮ এপ্রিল) সবচেয়ে বেশি দর বেড়েছে প্রাইম ইন্স্যুরেন্সের। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ বেড়েছে। এতে কোম্পানিটি ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানির শেয়ার সর্বশেষ ৪১ টাকা ৮০ পয়সায় বেচাকেনা হয়েছে। কোম্পানির মোট ২ কোটি ৮৪ লাখ টাকা লেনদেন হয়েছে।

ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে মাইডাস ফাইন্যান্সিং। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৪ শতাংশ বেড়েছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ১৮ টাকা ৮০ পয়সায় বেচাকেনা হয়েছে। কোম্পানির মোট ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

হাইডেলবার্গ সিমেন্ট ডিএসইর দর বৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯০ শতাংশ বেড়েছে। যার শেয়ার সর্বশেষ ১৯৫ টাকা ৩০ পয়সায় বেচাকেনা হয়েছে। কোম্পানির মোট ১ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ দশ কোম্পানির তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে, আরডি ফুড, বে লিজিং, সেন্ট্রাল ফার্মা, প্রভাতী ইন্স্যুরেন্স, প্রাইম ফাইন্যান্স, সিএপিএমআইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড এবং লঙ্কাবাংলা ফাইন্যান্স লিমিটেড।

ঢাকা/এনএফ/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়