ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ডিএসইতে ১৪৮৬ কোটি টাকা লেনদেন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৩, ৬ মে ২০২১  
ডিএসইতে ১৪৮৬ কোটি টাকা লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার (৬ মে) লেনদেন হয়েছে ১ হাজার ৪৮৬ কোটি ২৬ লাখ টাকা। এদিন সূচকের সঙ্গে বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর।

জানা গেছে, আগের কার্যদিবসের চেয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৫২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩৭ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৪৮৬ কোটি ২৬ লাখ টাকা। আগের কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৩৯৮ কোটি ৫১ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৬০ প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৮০টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টির শেয়ার দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ২০৮ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ২২৮ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ৩৬ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৭৭৪ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে লেনদেন হওয়া ২৮৮ প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৬৪টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ৫৬ কোটি ৯৪ লাখ টাকা।

ঢাকা/এনএফ/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়