ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

বাজার মূলধন বেড়েছে ১১ হাজার কোটি টাকা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৩, ৮ মে ২০২১  
বাজার মূলধন বেড়েছে ১১ হাজার কোটি টাকা

লকডাউনের মধ্যে সীমিত সময়ে লেনদেন চলছে পুঁজিবাজারে। এমন পরিস্থিতিতেও পুঁজিবাজারে গত সপ্তাহ ইতিবাচক ধারায় কেটেছে। এ সময় বেড়েছে সূচক ও লেনদেন। আলোচ্য সময়ে বাজার মূলধনের পরিমাণ বেড়েছে ১০ হাজার ৯৮৪ কোটি টাকা।

শনিবার (৮ এপ্রিল) সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ছিল ৪ লাখ ৭০ হাজার ৭১২ কোটি ৭৮ লাখ ৯৫ হাজার টাকা। সপ্তাহের শেষ দিন তা দাঁড়িয়েছে ৪ লাখ ৭৭ হাজার ৬৫৬ কোটি ৭৩ লাখ ২৬ হাজার টাকা। এক সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ৬ হাজার ৯৪৩ কোটি ৯৪ লাখ ৩০ হাজার টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৩ লাখ ৯৯ হাজার ৩৫৫ কোটি ৮৪ লাখ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবসে তা দাঁড়িয়েছে ৪ লাখ ৩ হাজার ৩৯৫ কোটি ৯২ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে সিএসইতে বাজার মূলধন বেড়েছে ৪ হাজার ৪০ কোটি ৭ লাখ টাকা। দুই স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন বেড়েছে ১০ হাজার ৯৮৪ কোটি টাকা। 

গত সপ্তাহে ডিএসইতে গড় লেনদেন হয়েছে ১ হাজার ৩৬১ কোটি ৫৩ লাখ ৫২ হাজার ১২৪ টাকা। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ১ হাজার ৬৪ কোটি ৪৩ লাখ ৯৫ হাজার ৪১ টাকা। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন বেড়েছে ২৯৭ কোটি ৯ লাখ ৫৭ হাজার টাকা।

এক সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬০৬ পয়েন্টে অবস্থান করছে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়া সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৫২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে গত সপ্তাহে মোট ৩৭১টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৫৪টির, কমেছে ৬৯টির এবং অপরিবর্তিত আছে ৪৮টির।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে লেনদেন হয়েছে ২৩২ কোটি ২৩ লাখ ৯৬ হাজার ৭৫৭ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২৭৩ কোটি ৫৮ লাখ ২৬ হাজার ২৫৫ টাকা। সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ৪১ কোটি ৩৪ লাখ ২৯ হাজার ৪৯৮ টাকা।

গত সপ্তাহে সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই ৩৬৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ২০৮ পয়েন্টে। সিএসই’র অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ২১৪ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৭৭৪ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ২৮১ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৩৪৪ পয়েন্টে এবং সিএসই-৫০ সূচক ২০ পয়েন্ট বেড়ে ১ হাজার ২২৮ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে গত সপ্তাহে ৩২২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২২১টির, কমেছে ৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।

ঢাকা/এনএফ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়