ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

দাম বাড়ার শীর্ষে ইনডেক্স এগ্রো

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১২, ১৪ জুন ২০২১  
দাম বাড়ার শীর্ষে ইনডেক্স এগ্রো

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৪ জুন) কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দাম বেড়েছে ইনডেক্স এগ্রোর। ফলে কোম্পানিটি ডিএসইর শেয়ারের দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ইনডেক্স এগ্রো রোববার (১৩ জুন) ডিএসইকে জানিয়েছে, কোনো মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর অস্বাভাবিক বাড়ছে। ডিএসইকে এমন তথ্য জানানোর পরের দিন সোমবার ইনডেক্স এগ্রোর শেয়ার দর সর্বোচ্চ বেড়েছে।

রোববার লেনদেন শেষে ইনডেক্স এগ্রোর শেয়ারের ক্লোজিং দর ছিল ১১০.৬০ টাকা। সোমবার লেনদেন শেষে দর বেড়ে দাঁড়ায় ১২১.৬০ টাকা। ফলে কোম্পানির শেয়ারের দাম ১১ টাকা বা ৯.৯৪ শতাংশ বেড়েছে।

ডিএসইতে দাম বাড়ার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৯.৯৪ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৯.৯১ শতাংশ, রূপালী ব্যাংকের ৯.৭৯ শতাংশ, কপারটেকের ৯.৭ শতাংশ, লুব-রেফের ৯.৭০ শতাংশ, এস আলমের ৯.৬০ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ৯.৩৩ শতাংশ, ডাচ-বাংলা ব্যাংকের ৮.৮২ শতাংশ এবং খুলনা প্রিন্টিংয়ের ৮.৯ শতাংশ শেয়ারের দাম বেড়েছে।

এনটি/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়