ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

সমন্বয় হলো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের শরীয়াহ সূচক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৩, ১৬ জুন ২০২১  
সমন্বয় হলো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের শরীয়াহ সূচক

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) শরীয়াহ সূচক সমন্বয় করা হয়েছে। সমন্বয়ের কারণে সূচকে অন্তর্ভূক্ত আগের ৮টি প্রতিষ্ঠান বাদ পড়েছে। অপরদিকে নতুন যোগ হয়েছে ১৩টি প্রতিষ্ঠান। সব মিলে শরীয়াহ সূচকে ১৩৪টি কোম্পানি রয়েছে। সিএসই থেকে এ তথ্য জানানো হয়েছে।

পারফরমেন্সের ভিত্তিতে এ সূচক কোম্পানিগুলো সমন্বয় করা হয়। সমন্বিত হওয়া পর নতুন কোম্পানিগুলো নিয়ে সূচক ৪ জুলাই থেকে কার্যকর হবে।

যেসব কোম্পানি শরীয়াহ সূচকে যোগ হয়েছে, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, বঙ্গজ লিমিটেড, বিকন ফার্মাসিউটিক্যালস, ডমিনেজ স্টিল বিল্ডিং, ই-জেনারেশন, জেনেক্স ইনফোসিস, গোল্ডেন হার্ভেস্ট, লুব-রেফ বাংলাদেশ, মিথুন নিটিং, প্রাইম টেক্সটাইল এবং সমতা লেদার।

শরীয়াহ সূচক থেকে বাদ পড়া প্রতিষ্ঠানগুলো হলো, সিভিও প্যাট্রোকেমিক্যাল, ফু-ওয়াং সিরামিক, জিকিউ বলপেন, এইচআর টেক্সটাইল, ইন্ট্রাকো, কুইন সাউথ টেক্সটাইল, রানার অটোমোবাইলস এবং শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ঢাকা/এনএফ/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়