ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দাম বাড়ার শীর্ষে আলিফ ইন্ডাস্ট্রিজ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২১, ২১ জুন ২০২১  
দাম বাড়ার শীর্ষে আলিফ ইন্ডাস্ট্রিজ

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (২১ জুন) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে আলিফ ইন্ডাস্ট্রিজের। 

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।  সূত্র জানায়, রোববার (২০ জুন) লেনদেন শেষে আলিফ ইন্ডাস্ট্রিজের শেয়ারের ক্লোজিং দাম ছিল ৩৬.৩০ টাকা।  সোমবার লেনদেন শেষে কোম্পানির শেয়ারের দাম বেড়েছে ৩.৬০ টাকা বা ৯.৯১ শতাংশ।

ডিএসইতে দাম বাড়ার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইন্ট্রাকোর ৯.৯০ শতাংশ, প্রাইম টেক্সটাইলের ৯.৭৮ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ৯.৭১ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৯.৬৩ শতাংশ, মালেক স্পিনিংয়ের ৯.৬২ শতাংশ, খান ব্রাদার্সের ৯.৩২ শতাংশ, এএফসি এগ্রোর ৯.২৩ শতাংশ, গ্লোবাল হেভি কেমিক্যালের ৯.১৯ শতাংশ ও রিং সাইনের ৯.০৯ শতাংশ শেয়ারের দাম বেড়েছে।

/এনটি/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়