ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ডিএসইর ব্লকে ২৪১ কোটি টাকার লেনদেন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪০, ২২ জুন ২০২১  
ডিএসইর ব্লকে ২৪১ কোটি টাকার লেনদেন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মঙ্গলবার (২২ জুন) ৩৬টি কোম্পানির শেয়ারের লেনদেন হয়েছে। কোম্পানিগুলার ১ কোটি ৮৮ লাখ ৫৫ হাজার ৮০৬টি শেয়ার লেনদেন হয়েছে, যার মোট দাম ২৪১ কোটি ৩০ লাখ টাকা।

ডিএসই সূত্রে জানা গেছে, ডিএসইর ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে প্রভাতি ইন্স্যুরেন্স লিমিটেডের। কোম্পানিটি ১০৪ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

দ্বিতীয় অবস্থানে আছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো। কোম্পানিটির ৬৬ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

তৃতীয় অবস্থানে আছে ন্যাশনাল ফিড মিলস। কোম্পানিটি ২৩ কোটি টাকার শেয়ার লেনদেন করেছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে— আলিফ ইন্ডাস্ট্রিজ, আমান ফিড, অ্যারামিট, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ঢাকা ডাইং, ঢাকা ইন্স্যুরেন্স, এমারেল্ড অয়েল, ফরচুন সুজ, জিবিবি পাওয়ার, গ্রিনডেল্টা ইন্স্যুরেন্স, ম্যারিকো, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট, নর্দার্ণ ইন্স্যুরেন্স, এনআরবিসি ব্যাংক, ওরিয়ন ফার্মা, প্যাসিফিক ডেনিমস, পেনিনসুলা, ফনিক্স ফাইন্যান্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, আরএকে সিরামিকস, রেনেটা, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সাফকো স্পিনিং, স্যালভো কেমিক্যাল, শমরিতা হসপিটাল, এসকে ট্রিমস, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ইউনিক হোটেল ও ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ।

ঢাকা/এনটি/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়