ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

সাবসিডিয়ারি প্রতিষ্ঠান করবে বে-লিজিং

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৮, ২৪ জুন ২০২১  
সাবসিডিয়ারি প্রতিষ্ঠান করবে বে-লিজিং

সাবসিডিয়ারি প্রতিষ্ঠান করবে বলে সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ।

বৃহস্পতিবার (২৪ জুন) সকালে ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি অ্যাসেট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান করবে। যার নাম নির্ধারণ করা হয়েছে ‘বিএলআই অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড’। কোম্পানি আইন,১৯৯৪ এবং আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ অনুযায়ী এই সাবসিডিয়ারি প্রতিষ্ঠান করবে বে লিজিং।

বাংলাদেশ ব্যাংক এবং পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে প্রতিষ্ঠানটি গঠন করবে বলে জানিয়েছে কোম্পানিটি।

বে-লিজিং ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে।

ঢাকা/এনএফ/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়