ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দাম বাড়ার শীর্ষে সিভিও পেট্রোকেমিক্যাল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৩, ৫ আগস্ট ২০২১  
দাম বাড়ার শীর্ষে সিভিও পেট্রোকেমিক্যাল

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার (৫ আগস্ট) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সিভিও পেট্রোকেমিক্যালের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় শেয়ারের দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি।

ডিএসই সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩ আগস্ট) লেনদেন শেষে সিভিও পেট্রোকেমিক্যালের শেয়ারের দর ছিল ১২৩ টাকা। সোমবার লেনদেন শেষে দাম বেড়ে দাঁড়িয়েছে ১৩৫.৩ টাকায়। শেয়ারের দাম ১২.৩০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।

ডিএসইর শেয়ারের দাম বাড়ার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে জেমিনি সি ফুডের ৯.৯৫ শতাংশ, সিমটেক্সের ৯.৮১ শতাংশ, মালেক স্পিনিংয়ের ৯.৭০ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৯.৫৭ শতাংশ, অ্যাপোলো ইস্পাতের ৯.১৭ শতাংশ, গোল্ডেন হার্ভেস্টের ৯.০৪ শতাংশ, ফার কেমিক্যালের ৮.৫৮ শতাংশ, জিপিএইচ ইস্পাতের ৮.৫০ শতাংশ এবং রহিমা ফুডের ৭.৮৮ শতাংশ শেয়ারের দাম বেড়েছে।

ঢাকা/এনটি/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়