ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ডিপো শেয়ার বেচবে জমি কিনবে ইবনে সিনা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৫, ২২ সেপ্টেম্বর ২০২১  
ডিপো শেয়ার বেচবে জমি কিনবে ইবনে সিনা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ-রসাযন খাতের কোম্পানি ইবনে সিনা ফার্মাসিটিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদ বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে। এরমধ্যে কোম্পানি শেয়ার বিক্রি করবে অপরদিকে ডিপো বিক্রি করে প্রতিষ্ঠানটি জমি কিনবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ইবনে সিনা ফার্মাসিটিক্যালস লিমিটেড উদ্যোক্তাদের শেয়ার বাড়াবে। ফলে কোম্পানিটি অফ শেয়ারের বিপরীতে বিনিয়োগ করা শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। সে অনুযায়ী কোম্পানিটি ইবনে সিনা কনজিউমারের ৬ কোটি টাকার শেয়ার বিক্রি করবে। গত ২২ মার্চ বিএসইসির জারি করা নির্দেশনা অনুযায়ী শেয়ারহোল্ডারদের সম্মতি নিয়ে শেয়ার বিক্রি করতে পারবে প্রতিষ্ঠানটি।

এদিকে, কোম্পানির নির্মাণাধীন ডিপো বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ডিপো বিক্রি করে ১৬.৭৫ ডেসিমেল জমি কিনবে। নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধিন ভূইগড় মৌজায় জমিটি অবস্থিত। জমি কিনতে কোম্পানিটির ১ কোটি ৫০ লাখ টাকা ব্যয় হবে। রেজিস্ট্রেশন ও অন্যান্য খরচ ছাড়া এই অর্থ ব্যয় হবে বলে জানিয়েছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল।

ঢাকা/এনএফ/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়