ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ডিএসই’র দাম বৃদ্ধির শীর্ষে দেশবন্ধু পলিমার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৫, ২৮ সেপ্টেম্বর ২০২১  
ডিএসই’র দাম বৃদ্ধির শীর্ষে দেশবন্ধু পলিমার

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দেশবন্ধু পলিমারের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। 

বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসই’র দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সোমবার (২৭ সেপ্টেম্বর) দেশবন্ধু পলিমারের শেয়ারের ক্লোজিং দাম ছিল ২১.৯০ টাকায়। মঙ্গলবার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দাম দাঁড়িয়েছে ২৩.৮০ টাকায়। ফলে কোম্পানিটির শেয়ারের দাম ১.৯০ টাকা বা ৮.৬৭ শতাংশ বেড়েছে।

এদিন ডিএসইতে দাম বাড়ার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- প্যাসিফিক ডেনিমসের ৭.৮৬ শতাংশ, সায়হাম টেক্সটাইলের ৭.৬৫ শতাংশ, ইভিন্স টেক্সটাইলের ৭.০৯ শতাংশ, সামিট এলায়েন্স পোর্টের ৬.৮২ শতাংশ, দেশ গার্মেন্টসের ৬.৭৬ শতাংশ, সিমটেক্সের ৬.৪২ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৬.১১ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৬.০৮ শতাংশ ও সাইফ পাওয়ারের ৫.৮০ শতাংশ শেয়ারের দাম বেড়েছে।

ঢাকা/এনটি/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়