Risingbd Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ১৬ অক্টোবর ২০২১ ||  কার্তিক ১ ১৪২৮ ||  ০৮ রবিউল আউয়াল ১৪৪৩

মোস্তফা মেটালের আয় বেড়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৮, ১৪ অক্টোবর ২০২১  
মোস্তফা মেটালের আয় বেড়েছে

শেয়ারবাজারে এসএমই প্লাটফর্মে লেনদেনের অনুমোদন পাওয়া মোস্তফা মেটালের ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির কর পরিশোধের পর মুনাফা হয়েছে ৫ টাকা ৪৬ পয়সা। আর শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৪৪ টাকা। আগের বছর কোম্পানিটির কর পরিশোধের পর মুনাফা ছিল ২ কোটি ৯০ লাখ টাকা। আর শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ০.৯০ টাকা। আলোচ্য সময়ে আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ১২ পয়সা।

আইপিও পূর্ববর্তী শেয়ার হিসাবে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১১.৮৫ টাকা। আর আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানির এনএভি হয়েছে ১১.৪৪ টাকা।

এনটি/কেআই

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ