ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে ড্যাফোডিল কম্পিউটার্স

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৬, ১৬ অক্টোবর ২০২১  
ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে ড্যাফোডিল কম্পিউটার্স

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১০ থেকে ১৪ অক্টোবর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসই’র সাপ্তাহিক দাম কমার তালিকায় শীর্ষে উঠে এসেছে।

ডিএসই’র সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ারের ক্লোজিং দাম ছিল ৭৫ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দাম দাঁড়ায় ৬৫.৩০ টাকায়। ফলে সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দাম ৯.৭০ টাকা বা ১২.৯৩ শতাংশ কমেছে।

ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইউনিক হোটেলের ১১.৪৯ শতাংশ, এনভয় টেক্সটাইলের ১১.২৮ শতাংশ, এইচআর টেক্সটাইলের ১০.৬২ শতাংশ, সিলভা ফার্মার ১০.৫৮ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ১০.২৬ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৯.৬০ শতাংশ, একটিভ ফাইনের ৯.৩৫ শতাংশ, মতিন স্পিনিংয়ের ৯.৩৪ শতাংশ এবং সিলকো ফার্মার ৯.২৩ শতাংশ শেয়ারের দাম কমেছে।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়