ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

১১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে লাভেলো আইসক্রিম

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৫, ১৯ অক্টোবর ২০২১   আপডেট: ১০:৩০, ১৯ অক্টোবর ২০২১
১১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে লাভেলো আইসক্রিম

শেয়ারবাজারে তালিকাভুক্ত তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি’র পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। 

২০২০ সালের জুলাই থেকে ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি।

মঙ্গলবার (১৯ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এতথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৪১ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১.৩১ টাকা। 
গত ৩০ জুন প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২.৫৭ টাকা।

তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি’র বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ ডিসেম্বর ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট ১৭ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

ঢাকা/এনএফ/মাসুদ 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়