Risingbd Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ২৭ নভেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ১৩ ১৪২৮ ||  ২০ রবিউস সানি ১৪৪৩

এক্সিম ব্যাংকের মুনাফা কমেছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৭, ২৭ অক্টোবর ২০২১  
এক্সিম ব্যাংকের মুনাফা কমেছে

শেয়ারবাজারে তালিকাভুক্ত এক্সিম ব্যাংক লিমিটেড চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী হিসাব বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর, ২১ পর্যন্ত প্রথম ৯ মাসে কোম্পানির মুনাফা কমেছে ১৬ শতাংশ ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর, ২১ পর্যন্ত প্রথম ৯ মাসে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.১৮ টাকা। আগে বছর একই সময়ে ইপিএস হয়েছিলো ১.৪০ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির মুনাফা ০.২২ টাকা বা ১৬ শতাংশ কমেছে।

শুধু জুলাই থেকে সেপ্টেম্বর, ২১ পর্যন্ত ৩ মাসে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৩২ টাকা। আগে বছর একই সময়ে ইপিএস হয়েছিলো ০.৪২ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির মুনাফা ০.১০ টাকা বা ২৪ শতাংশ বেড়েছে।

গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১.৫৭ টাকা।

ঢাকা/এনএফ/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়