ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ডিএসইতে দাম কমার শীর্ষে মীর আখতার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৯, ২৭ অক্টোবর ২০২১   আপডেট: ১৬:৩০, ২৭ অক্টোবর ২০২১
ডিএসইতে দাম কমার শীর্ষে মীর আখতার

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৭ অক্টোবর) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে মীর আখতার হোসাইনের শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসই’র দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, মঙ্গলবার মীর আখতার হোসাইনের শেয়ারের ক্লোজিং দাম ছিল ৮৪.২০ টাকায়। বুধবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দাম দাঁড়িয়েছে ৭৬.৩০ টাকায়। ফলে কোম্পানিটির শেয়ারের দাম ৭.৯০ টাকা বা ৯.৩৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে মীর আখতার ডিএসই’র দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে কপারটেকের ৬.৭৫ শতাংশ, অগ্নি সিস্টেমসের ৫.২৬ শতাংশ, বিডি ওয়েল্ডিংয়ের ৫.২০ শতাংশ, আরামিটের ৫.০৮ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৪.৯৮ শতাংশ, বেঙ্গল উইন্ডসোরের ৪.৬৬ শতাংশ, ফারইস্ট নিটিংয়ের ৪.৬১ শতাংশ এবং ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের শেয়ারের দাম ৪.৪৩ শতাংশ কমেছে।

এনটি/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়