Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ০৯ ডিসেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ২৫ ১৪২৮ ||  ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৩

মুনাফা বেড়েছে তালিকাভুক্ত ৭ ব্যাংকের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০১, ২৮ অক্টোবর ২০২১   আপডেট: ১৫:০১, ২৮ অক্টোবর ২০২১
মুনাফা বেড়েছে তালিকাভুক্ত ৭ ব্যাংকের

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলো তাদের প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ করছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রকাশিত ৮টি ব্যাংকের মধ্যে ৭টিরই মুনাফা বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

যেসব ব্যাংকের মুনাফা বেড়েছে সেগুলো হলো: শাহজালাল ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এনআরবিসি ব্যাংক, পূবালী ব্যাংক, এবি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক,যমুনা ব্যাংক।  এর মধ্যে শুধুমাত্র মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের মুনাফা কমেছে।

শাহজালাল ইসলামী ব্যাংক: কোম্পানির ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২১) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৪৫ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১.৪৭ টাকা। আলোচ্য সময়ে কোম্পানির মুনাফা ০.৯৮ টাকা বা ৬৭ শতাংশ বেড়েছে।

এদিকে, কোম্পানির তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২১) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৭৩ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০.৪৭ টাকা।  আলোচ্য সময়ে কোম্পানির মুনাফা ০.২৬ টাকা বা ৫৫ শতাংশ বেড়েছে।

ব্র্যাক ব্যাংক:  কোম্পানির ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর ২১) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৮৭ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১.৯২ টাকা।  আলোচ্য সময়ে কোম্পানির মুনাফা ০.৯৫ টাকা বা ৪৯ শতাংশ বেড়েছে।

এদিকে, কোম্পানির তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২১) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.০২ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১.০৭ টাকা।  আলোচ্য সময়ে কোম্পানির মুনাফা ০.০৫ টাকা বা ৫ শতাংশ কমেছে।

এনআরবিসি ব্যাংক: কোম্পানির ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর ২১) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.২২ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১.৯১ টাকা। আলোচ্য সময়ে কোম্পানির মুনাফা ০.৩১ টাকা বা ১৬ শতাংশ বেড়েছে।

এদিকে কোম্পানির তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২১) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.১১ টাকা।  আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১.৪২ টাকা।  আলোচ্য সময়ে কোম্পানির মুনাফা ০.৩১ টাকা বা ২২ শতাংশ কমেছে।

পূবালী ব্যাংক: কোম্পানির ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর ২১) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪.৫২ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ২.৯৪ টাকা।  সেই হিসাবে মুনাফা ১.৫৮ টাকা বা ৫৪ শতাংশ বেড়েছে।

এদিকে কোম্পানির তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২১) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৭২ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১.৫০ টাকা।  সেই হিসাবে মুনাফা ১.২২ টাকা বা ৮১ শতাংশ বেড়েছে।

এবি ব্যাংক: কোম্পানির ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর ২১) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৪৪ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০.২৮ টাকা।  সেই হিসাবে মুনাফা ০.১৬ টাকা বা ৫৭ শতাংশ বেড়েছে।

এদিকে, কোম্পানির তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২১) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.১৩ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০.১১ টাকা।  সেই হিসাবে মুনাফা ০.০২ টাকা বা ১৮ শতাংশ বেড়েছে।

ইস্টার্ন ব্যাংক: কোম্পানির ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর ২১) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪.২১ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৩.১০ টাকা।  সেই হিসাবে মুনাফা ১.১১ টাকা বা ৩৬ শতাংশ বেড়েছে।

এদিকে কোম্পানির তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২১) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৬৫ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১.৪৫ টাকা।  সেই হিসাবে মুনাফা ০.২০ টাকা বা ১৪ শতাংশ বেড়েছে।

যমুনা ব্যাংক: কোম্পানির ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.৮৭ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিলো ৩.১৮ টাকা।  সেই হিসাবে ইপিএস ০.৬৯ টাকা বা ২২ শতাংশ বেড়েছে।

এদিকে, ব্যাংকটির তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২১) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.২২ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিলো ১.১১ টাকা। ওই হিসাবে ইপিএস ১.১১ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক: কোম্পানির ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর ২১) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.২০ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১.৫৩ টাকা। সেই হিসাবে মুনাফা ০.৩৩ টাকা বা ২২ শতাংশ কমেছে।

এদিকে কোম্পানির তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২১) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.১২ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০.১৯ টাকা। সেই হিসাবে মুনাফা ০.০৭ টাকা বা ৩৭ শতাংশ কমেছে।

এনএফ/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়