ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সরাসরি শেয়ারবাজারের তথ্য না চাওয়ার পরামর্শ

নুরুজ্জামান তানিম ও নাজমুল ইসলাম ফারুক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৬, ২৫ নভেম্বর ২০২১   আপডেট: ১৯:১৭, ২৫ নভেম্বর ২০২১
সরাসরি শেয়ারবাজারের তথ্য না চাওয়ার পরামর্শ

শেয়ারবাজার সংশ্লিষ্ট সব মধ্যস্থতাকারীর কাছ থেকে সরাসরি তথ্য, উপাত্ত ও প্রতিবেদন না চাওয়ার জন্য বাংলাদেশ ব্যাংককে পরামর্শ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে এ বিষয়ে অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে সহযোগিতা চেয়েছে কমিশন। পুঁজিবাজার অতিশয় সংবেদনশীল আর্থিক বাজার হওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কোনো তথ্য, উপাত্ত বিএসইসির মাধ্যমে সংগ্রহের অনুরোধ জানানো হয়েছে।

গত ১০ নভেম্বর অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি পরিচালিত মিউচ্যুয়াল ফান্ড ও অল্টারনেটিভ ফান্ডের জানুয়ারি থেকে মার্চ, ২০২১ পর্যন্ত ৩ মাসের দায় ও সম্পদের তথ্য উপাত্ত চায় বাংলাদেশ ব্যাংক। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংককে বাজার মধ্যস্থতাকারীদের কাছ থেকে সরাসরি তথ্য-উপাত্ত না চেয়ে বিএসইসির মাধ্যমে নেওয়ার পরামর্শ দিয়েছে কমিশন।

সম্প্রতি বিএসইসি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে বলে সূত্র জানিয়েছে।

বিএসইসির পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘আপনার সদয় দৃষ্টি আকর্ষণপূর্বক অবহিত করা যাচ্ছে যে, পুঁজিবাজার সংশ্লিষ্ট বাজার মধ্যস্থতাকারীদের নিয়ন্ত্রক হিসেবে তদারকির দায়িত্ব পালন করে বিএসইসি। দেশের পুঁজিবাজার একটি অতিশয় সংবেদনশীল আর্থিক বাজার। পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রত্যেক মধ্যস্থতারী প্রতিষ্ঠান বা ব্যক্তি বা পক্ষের নিকট রক্ষিত অনেক তথ্য মূল্য সংবেদনশীল হতে পারে, যা সিকিউরিটিজ আইন মোতাবেক কমিশনের অনুমোদন বা অনুমোদিত পন্থা ছাড়ড়া উক্ত তথ্য, উপাত্ত বা প্রতিবেদন অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট সরবরাহ বা প্রকাশ করা যায় না। পুঁজিবাজার সংশ্লিষ্ট তথ্যের গোপনীয়তা সংরক্ষণ বিষয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিনেন্স, ১৯৬৯ এর ধারা ১৯ অনুসরণের বিধান থাকায়, পুঁজিবাজার সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বিএসইসির অনুমতি ব্যতিত উক্তরূপ কোনো তথ্য, উপাত্ত বা প্রতিবেদন সরাসরি সরবরাহ করতে পারে না।’

চিঠিতে আরও বলা হয়েছে, ‘পুঁজিবাজার সংশ্লিষ্ট বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো তথ্য, উপাত্ত বা প্রতিবেদন প্রয়োজন হলে বিএসইসির মাধ্যমে সংগ্রহ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। এখানে উল্লেখ্য যে, পুঁজিবাজারের সংবেদনশীলতা বিবেচনায় এবং বাজারের স্থিতিশীলতা বজায় রাখার উদ্দেশ্যে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে সরাসরি কোনো তথ্য, উপাত্ত বা প্রতিবেদন চাওয়া থেকে বিরত থাকার বিষয়ে সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।’

এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক বিএসইসি’র একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রাইজিংবিডিকে বলেন, ‘পুঁজিবাজার অতিশয় সংবেদনশীল। ফলে, পুঁজিবাজার সংশ্লিষ্ট মধ্যস্থতারী প্রতিষ্ঠানের কাছে রক্ষিত তথ্য মূল্য সংবেদনশীল হতে পারে। তাই, তাদের কাছ থেকে সরাসরি তথ্য না চেয়ে বিএসইসির কাছ থেকে নিতে বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পরামর্শ দেওয়া হয়েছে।’

বাজার সংশ্লিষ্টদের মতে, বিএসইসিকে না জানিয়ে পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে তথ্য বা উপাত্ত চেয়ে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা লঙ্ঘন করেছে বাংলাদেশ ব্যাংক। পুঁজিবাজারে প্রভাব ফেলতে পারে, এমন যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিএসইসির সঙ্গে বাংলাদেশ ব্যাংকের আলোচনা করে নেওয়ার দরকার ছিল। কিন্তু গত ১০ নভেম্বর অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি পরিচালিত মিউচ্যুয়াল ফান্ড  ও অল্টারনেটিভ ফান্ডের জানুয়ারি থেকে মার্চ, ২০২১ পর্যন্ত ৩ মাসের দায় ও সম্পদের তথ্য উপাত্ত চাওয়ার আগে বিএসইসির সঙ্গে কোনো আলোচনা করেনি বাংলাদেশ ব্যাংক।

উল্লেখ্য, ২০১২ সালের ১৯ ফেব্রুয়ারি জারি করা অর্থ মন্ত্রণালয়ের আলোচিত নির্দেশনায় বলা হয়েছিল, পুঁজিবাজার বা তৎসংশ্লিষ্ট যেকোনো বিষয় সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের যেকোনো প্রজ্ঞাপন বা নীতি জারি করার আগে বিএসইসির সাথে আলোচনা, পরামর্শ ও সমন্বয় করতে হবে। শুধু বাংলাদেশ ব্যাংক নয়, জাতীয় রাজস্ব বোর্ডসহ সংশ্লিষ্ট সব সংস্থার ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য।

এনটি/এনএফ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়