ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শেয়ারবাজারে সূচকে বড় পতন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০০, ২৮ নভেম্বর ২০২১   আপডেট: ১৫:০৪, ২৮ নভেম্বর ২০২১
শেয়ারবাজারে সূচকে বড় পতন

দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৮ নভেম্বর) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। একইসঙ্গে এদিন ডিএসই আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে। পাশাপাশি শেয়ারবাজারে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৭৮.১৯ পয়েন্ট কমে ৬ হাজার ৭৭৩.৮৯ পয়েন্টে অবস্থান করছে। এর আগে ১০ অক্টোবর ডিএসইএক্স সূচক ৭ হাজার ৩৬৭.৯৯ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

ডিএসই-৩০ সূচক ২৬.৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫৭৬.১৭ পয়েন্টে। গত ৬ অক্টোবর ডিএস-৩০ সূচক ২ হাজার ৭৮৭.৮১ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

ডিএসইএস সূচক ১৩.০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪২৯.৩২ পয়েন্টে। গত ৬ অক্টোবর ডিএসইএস সূচক ১ হাজার ৬০০.০৩ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

রোববার ডিএসইতে ৩৭২ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৬টির, কমেছে ২৯১টির এবং অপরিবর্তিত আছে ১৫টির। সেই হিসাবে ডিএসইতে ৭৮.২২ শতাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দরপতন হয়েছে। দিন শেষে ডিএসইতে এদিন ৮৩৩ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৬ কোটি টাকা কম।

অপর শেয়ারবাজার সিএসইর প্রধান সূচক সিএসইএক্স ১৩৩.০০ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৯২৭.২৫ পয়েন্টে। গত ৩ অক্টোবর সিএসইএক্স সূচক ১২ হাজার ৯৪০.৫১ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো। তবে ২৫ অক্টোবর সিএসইএক্স সূচক ২৩৭ পয়েন্ট কমে।

সার্বিক সিএএসপিআই সূচক ২১৫.৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৮৪২.৪৬ পয়েন্টে। এর আগে ৩ অক্টোবর সিএএসপিআই সূচক ২১ হাজার ৫৪৯.২৪ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

সিএসআই সূচক ১৫.০১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২১৩.১৬ পয়েন্টে। গত ৩ অক্টোবর সিএসআই সূচক ১ হাজার ৩৮২.৬৭ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়ে।

রোববার সিএসইতে ২৬৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ১৯২টির এবং অপরিবর্তিত আছে ২২টির। সেই হিসাবে সিএসইতে ৭২.৪৫ শতাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দরপতন হয়েছে। এদিন শেষে সিএসইতে ৩৯ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৪ কোটি টাকা বেশি।

ঢাকা/এনটি/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়