ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিনিয়োগ সীমার বাইরে থাকবে বন্ড

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৩, ৩০ নভেম্বর ২০২১  
বিনিয়োগ সীমার বাইরে থাকবে বন্ড

ব্যাংক ও লিজিং কোম্পানির বন্ডে বিনিয়োগকে বিনিয়োগ সীমার অন্তর্ভূক্ত করবে না বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে বাজার দরের পরিবর্তে কস্ট প্রাইস (ক্রয় মূল্য) বিবেচনায় নিয়ে বিনিয়োগ সীমা গণনা করা হবে। 

মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকালে বাংলাদেশ ব্যাংককে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে আয়োজিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

এদিন বৈঠকে বিএসইসির পক্ষে কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদের নেতৃত্বে ৩ সদস্যের একটি দল উপস্থিত ছিলেন। এদিকে বৈঠকে বাংলাদেশ ব্যাংকের পক্ষে ডেপুটি গভর্নর সাজেদুর রহমানের নেতৃত্বে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশ ব্যাংক শেয়ারবাজারের উন্নয়নে খুবই আন্তরিক। কিন্তু তাদের সঙ্গে আমাদের যোগাযোগের অভাবে শূন্যতা এবং ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। যা আজকের সভার মাধ্যমে সমাধান হয়েছে। ভবিষ্যতে এ জাতীয় সমস্যা যেনো সৃষ্টি না হয়, সেলক্ষ্যে আগামীতে নিয়মিত বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির প্রতিনিধিদের মধ্যে যোগাযোগ হবে।’

তিনি বলেন, ‘বৈঠকে আমার মনে হয়েছে, শেয়ারবাজারের উন্নয়নে বাংলাদেশ ব্যাংক খুবই আন্তরিক। যে কারণে তারা বন্ডে বিনিয়োগকে বিনিয়োগ সীমার বাইরে রাখার অঙ্গীকার করেছেন। এছাড়া বিনিয়োগ সীমা গণনায় বাজার দরের পরিবর্তে কস্ট প্রাইসকে বিবেচনায় নেওয়ার যে দীর্ঘদিনের চাহিদা রয়েছে, সেটাও তারা সমাধান করবে। এজন্য যা করণীয় তারা তাই করবেন।’

তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে স্ট্যাবিলাইজেশন ফান্ডে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অর্থ জমা দেওয়াকে উৎসাহিত করা হবে। সভায় বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরা ব্যাংক ও লিজিং কোম্পানির জন্য কর্পোরেট গভর্নেন্স কোড (সিজিসি) পরিপালন করতে ও নগদ লভ্যাংশে উৎসাহিত করবে।’

ঢাকা/এনটি/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়