ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সংবেদনশীল তথ্য ছাড়াই বাড়ছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের শেয়ার দর

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩২, ৬ ডিসেম্বর ২০২১  
সংবেদনশীল তথ্য ছাড়াই বাড়ছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের শেয়ার দর

পুঁজিবাজারে তালিকাভুক্ত সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার দর বেশ কিছুদিন ধরেই অস্বাভাবিকভাবে বাড়ছে। তবে দর বাড়ার কোনো ধরনের অপ্রকাশিত তথ্য কোম্পানির কাছে নেই বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নোটিশের জবাবে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, নভেম্বরের প্রথম সপ্তাহে লেনদেন শুরু হওয়ার পর থেকে সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের শেয়ার দর টানা অস্বাভাবিকভাবে বাড়ছে। এ কারণে কোম্পানিটিকে নোটিশ দেয় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। নোটিশের জবাবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে দর বাড়ার কোনো ধরনের অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য তাদের কাছে নেই।

পর্যালোচনায় দেখা গেছে, গত ৭ নভেম্বর কোম্পানির শেয়ার ১১ টাকায় লেনদেন শুরু হয়েছে। গতকাল কোম্পানির শেয়ার ৭২ টাকায় বেচাকেনা হয়েছে। আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানির শেয়ার দর ৬১ টাকা বা ৫৫৫ শতাংশ বেড়েছে। আজ কোম্পানির শেয়ার সর্বশেষ ৭৯.২০ টাকায় লেনদেন হয়েছে। বিষয়টি অস্বাভাবিক মনে করে নোটিশ দেয় ডিএসই।

ঢাকা/এনএফ/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়