ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘শেয়ারবাজারে আরও নতুন পণ্য আসবে’ 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫২, ১৩ জানুয়ারি ২০২২   আপডেট: ১৩:০৬, ১৩ জানুয়ারি ২০২২
‘শেয়ারবাজারে আরও নতুন পণ্য আসবে’ 

অনুষ্ঠানে বক্তব‌্য রাখেন বিএসইসির চেয়্যারম্যান

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়্যারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, আমরা শুরু থেকেই পণ‌্যে বৈচিত্র্যতা বাড়ানোর কথা বলে আসছি। বেক্সিমকো সুকুকের মাধ্যমে তার যাত্রা শুরু হয়েছে। ভবিষ্যতে শেয়ারবাজারে আরও বেশ কিছু নতুন পণ্য আসতে যাচ্ছে। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকেও সুকুক বন্ড ইস্যুর কাজ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকালে রাজধানীর নিকুঞ্জে ডিএসই মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত বেক্সিমকো গ্রিন সুকুক বন্ডের লেনদেনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসইর চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান। উদ্বোধনী বক্তব্য রাখেন ডিএসইর এমডি তারিক আমিন ভূঁইয়া।

শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, ‘নতুন পণ্য বাজারে নিয়ে এসে বাজারকে আরও বেশি সমৃদ্ধ করার চেষ্টা করে যাচ্ছে বিএসইসি। বেক্সিমকো সুকুক বন্ডের মাধ্যমে সেই চেষ্টা আরও একধাপ এগিয়ে গেলো। এভাবেই বাজার দীর্ঘ মেয়াদের অর্থায়নের দিকে এগিয়ে যাবে।’

তিনি বলেন, ‘শেয়ারবাজারে উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখতে যে কোনো বাধাই আসুক না কেন সেটা কাটিয়ে লক্ষ্য ও উদ্দেশ্য পূরণ করা হবে। আমাদের সরকার, মন্ত্রণালয় এবং ব্যবসায়ীরা খুব সাহসিকতার সঙ্গে এগিয়ে যাচ্ছে।’ 

বিএসইসি’র চেয়ারম্যান বলেন, ‘যখন কেউ এই মার্কেটকে চিনত না তখন বেক্সিমকো গ্রুপ এই মার্কেটে এসে অনেক নতুন নতুন ইনোভেটিভ এনে আমাদের দেখিয়েছেন। আজকে এই গ্রুপটিই প্রথম সাহসিকতার সঙ্গে নতুন আরেকটি প্রোডাক্ট নিয়ে আসলো। আজকের প্রধান অতিথি একজন ইনোভেটিভ এবং সাহসী ব্যবসায়ী। তিনি নতুন নতুন ইনোভেটিভ প্রোডাক্ট নিয়ে আসতে খুবই পছন্দ করেন। খালি ক্যাপিটাল মার্কেট নয়, তিনি অন্যান্য আরও অনেক কিছু করার চেষ্টা করছেন যেগুলো বাংলাদেশে প্রথম আসতে যাচ্ছে।’ 

ঢাকা/এনটি/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়