ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রোববার থেকে পুঁজিবাজারে প্রি-ওপেনিং সেশন স্থগিত

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৫, ২১ মে ২০২২  
রোববার থেকে পুঁজিবাজারে প্রি-ওপেনিং সেশন স্থগিত

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রি-ওপেনিং সেশন সাময়িকভাবে স্থগিত করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। রোববার (২১ মে) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

গত বৃহস্পতিবার (১৯ মে) এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করে বিএসইসি।

ওই নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, উভয় স্টক এক্সচেঞ্জের লেনদেন শুরুর ১৫ মিনিট আগে কোম্পানিগুলোর শেয়ার সেল বা বাই অর্ডার বসানোর সুযোগ দেওয়া হতো। কিন্তু পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শেয়ারবাজারের এই প্রি-ওপেনিং সেশন সাময়িকভাবে স্থগিত করা হলো।

উভয় শেয়ারবাজারের প্রি-ওপেনিং স্থগিত করা হলেও পোস্ট- ক্লোজিং চালু থাকবে।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়