ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাজার মূলধন কমেছে সাড়ে ১৯ হাজার কোটি টাকা

জ‌্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৩, ১৩ আগস্ট ২০২২  
বাজার মূলধন কমেছে সাড়ে ১৯ হাজার কোটি টাকা

গত সপ্তাহে শেয়ারবাজারে সূচকের পতন ধারায় লেনদেন হয়েছে। এ সময় বাজারে কমেছে লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর। আলোচ্য সময়ে বাজার মূলধন কমেছে ১৯ হাজার ৬৫৭ কোটি ৫৭ লাখ টাকা।

শনিবার (১৩ আগস্ট) বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেলো সপ্তাহের শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৩ হাজার ২৬৬ কোটি ৪০ লাখ ৭২ হাজার টাকা। সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৫ লাখ ১৩ হাজার ৪৭৭ কোটি ৩৯ লাখ ৯৫ হাজার টাকা। আলোচ্য সময়ে ডিএসইতে বাজার মূলধন কমেছে ১০ হাজার ২১০ কোটি ৯৯ লাখ ২২ হাজার টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহের শেষ দিন বাজার মূলধন দাঁড়িয়েছে ৪ লাখ ৩৬ হাজার ৫৯৯ কোটি ৮৬ লাখ টাকা। সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৪৬ হাজার ৪৭ কোটি ২১ লাখ টাকা। আলোচ্য সময়ে বাজার মূলধন কমেছে ৯ হাজার ৪৪৭ কোটি ৩৫ লাখ টাকা। দুই স্টক এক্সচেঞ্জে পুরো শেয়ারবাজারে বাজার মূলধন কমেছে ১৯ হাজার ৬৫৭ কোটি ৫৭ লাখ টাকা।
গত সপ্তাহে ডিএসইতে ৩ হাজার ৫৮৪ কোটি ৫ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫ হাজার ৫৮ কোটি ৬৪ লাখ ২৮ হাজার টাকা।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ১৪৮ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ২৯ পয়েন্ট কমে ১ হাজার ৩৪৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৪ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে মোট ৩৮৬ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৪১টির, কমেছে ২৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টির শেয়ার ও ইউনিট দর।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গেলো সপ্তাহে ৭৪ কোটি ২২ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৯০ কোটি ৫৫ লাখ ৯৬ হাজার টাকা।

সপ্তাহের ব্যবধানে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ১২৭ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ২৩৯ পয়েন্ট কমে ১০ হাজার ৮৫৯ পয়েন্টে, সিএসই ৩০ সূচক ২৬১ পয়েন্ট কমে ১৩ হাজার ২৬৩ পয়েন্টে এবং সিএসই ৫০ সূচক ৩৫ পয়েন্ট কমে ১ হাজার ৩২৫ পয়েন্টে অবস্থান করছে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩২৮ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে ৫২টির দর বেড়েছে, কমেছে ২১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির শেয়ার দর।

ঢাকা/নাজমুল/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়