ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সূচকের পতন শেয়ারবাজারে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৮, ২৫ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১৫:০২, ২৫ সেপ্টেম্বর ২০২২
সূচকের পতন শেয়ারবাজারে

দেশের শেয়ারবাজারে রোববার (২৫ সেপ্টেম্বর) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন আগের দিনের চেয়ে লেনদেন বাড়লেও অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪৮ পয়েন্ট কমে ৬ হাজার ৫১৫ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, ডিএসই শরীয়াহ সূচক ১৫ পয়েন্ট কমে ১ হাজার ৪২১ পয়েন্টে, ডিএস৩০ সূচক ৩৫ পয়েন্ট কমে ২ হাজার ৩২৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৭০ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৩ কোম্পানির। এছাড়া, দরপতন হয়েছে ১১৭ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৬০ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের।

ডিএসইতে মোট ১ হাজার ৮১০ কোটি ৫২ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৬৬৬ কোটি ১৩ লাখ টাকা।  

এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৪৯৮ পয়েন্টে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬১ পয়েন্ট কমে ১৯ হাজার ১৮৩ পয়েন্টে, সিএসই৩০ সূচক ২৭ পয়েন্ট কমে ১৩ হাজার ৪৭৮ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ২৪০ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৪ টির, কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত আছে ৮৩টির। দিন শেষে সিএসইতে ১২৬ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ঢাকা/নাজমুল/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়