সিএসই’র ৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

সিএসই’র প্রধান কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি’র (সিএসই) ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিএসই’র শেয়ারহোল্ডাররা ২০২১-২০২২ সালের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার অনুমোদন দিয়েছেন।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) চট্টগ্রামে অবস্থিত সিএসই’র প্রধান কার্যালয়ে এ সভা হয় বলে প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহীম। এ সময় রিস্ক অ্যান্ড অডিট কমিটির চেয়ারম্যান মো. লিয়াকত হোসেইন চৌধুরী উপস্থিত ছিলেন।
এছাড়া, বার্ষিক সাধারণ সভায় সিএসই’র পরিচালক অধ্যাপক এস এম সালামাত উল্লাহ ভুইয়া, সোহেল মোহাম্মদ শাকুর, মো. সিদ্দিকুর রহমান, মোহাম্মেদ মহিউদ্দিন, মো. রেজাউল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. গোলাম ফারুক এবং কোম্পানি সেক্রেটারি রাজীব সাহা উপস্থিত ছিলেন।
এনটি/রফিক
আরো পড়ুন