এসএস স্টিলের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

পুঁজিবাজারের প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি এসএস স্টিল লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ২ শতাংশ নগদ লভ্যাংশ সাধারণ বিনিয়োগকারীদের জন্য এবং ৮ শতাংশ বোনাস লভ্যাংশ সকল বিনিয়োগকারীদের জন্য।
২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়।
বুধবার (১ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মে আগামী ৩০ মার্চ অনুষ্ঠিত হবে। আর ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরেণ কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ ফেব্রুয়ারি।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৮৭ টাকা। গত অর্থবছরের একই সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা ছিল ২.৩১ টাকা।
এছাড়া, ২০২২ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির পুনঃমূল্যায়ন ছাড়া সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১.৪১ টাকা।
ঢাকা/তানিম/ইভা
আরো পড়ুন