ঢাকা     মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২১ ১৪৩১

জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ কোম্পানি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৮, ৬ অক্টোবর ২০২৪  
জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ কোম্পানি

পুঁজিবাজারে খাদ্য ও আনুসঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ দুই স্থানে জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। এই দুই জায়গায় জমি কিনতে কোম্পানির মোট ব্যায় হবে ১১ কোটি ৬৬ লাখ ৮২ হাজার ৫০০ টাকা।

রোববার (৬ অক্টোবর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

এর আগে (৫ অক্টোবর) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরো পড়ুন:

অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড বসুন্ধরা বারিধারা এলাকায় ১২.২৫ কাঠা রেসিডেন্সিয়াল প্লট কিনবে। কোম্পানির এই জমি কিনতে ১১ কোটি ৫১ লাখ ৫০ হাজার টাকা ব্যয় হবে। প্রতি কাঠা জমির মূল্য ধরা হয়েছে ৯৪ লাখ টাকা।

এছাড়া নারায়ণগঞ্জের কাঁচপুরে কোম্পানির বিস্কুট এবং কনফেকশনারি কারখানার পাশে ৬.১৩ শতক জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে।এই জমি কিনতে কোম্পানির খরচ হবে ১৫ লাখ ৩২ হাজার ৫০০ টাকা। প্রতি শতক জমির মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা।

/এনটি/এসবি/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়