ঢাকা     মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২১ ১৪৩১

চার কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৪, ১৫ অক্টোবর ২০২৪  
চার কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত চারটি কোম্পানির পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিগুলো হলো: লাফার্জ হোলসিম বাংলাদেশ পিএলসি, কেডিএস এক্সসরিজ লিমিটেড, এমএল ডাইং লিমিটেড এবং কুইন সাউথ টেক্সটাইল লিমিটেড।

মঙ্গলবার (১৫ অক্টোবর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

লাফার্জ হোলসিম বাংলাদেশ: কোম্পানিটির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২১ অক্টোবর সন্ধ্যা ৬টায় হবে। পর্ষদ সভায় ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে ব্যবসায় আয়-ব্যয়ের হিসাব অনুমোদন ও প্রকাশ করা হবে। এদিন বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

কেডিএস এক্সসরিজ: কোম্পানিটির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৩ অক্টোবর বিকেল ৪টায় হবে। পর্ষদ সভায় ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে ব্যবসায় আয়-ব্যয়ের হিসাব অনুমোদন ও প্রকাশ করা হবে। এদিন বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

এমএল ডাইং: কোম্পানিটির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২২ অক্টোবর বিকেল ৪টায় হবে। পর্ষদ সভায় ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে ব্যবসায় আয়-ব্যয়ের হিসাব অনুমোদন ও প্রকাশ করা হবে। এদিন বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

কুইন সাউথ টেক্সটাইল: কোম্পানিটির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৮ অক্টোবর বিকেল ৪টায় হবে। পর্ষদ সভায় ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে ব্যবসায় আয়-ব্যয়ের হিসাব অনুমোদন ও প্রকাশ করা হবে। এদিন বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

এনটি/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়