ঢাকা     সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৮ ১৪৩১

মিউচ্যুয়াল ট্রাস্ট পার্পেচ্যুয়াল বন্ডের রেকর্ড ডেট ঘোষণা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৯, ৪ নভেম্বর ২০২৪  
মিউচ্যুয়াল ট্রাস্ট পার্পেচ্যুয়াল বন্ডের রেকর্ড ডেট ঘোষণা

পুঁজিবাজারে বন্ড খাতে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, গত ৬ জুন থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য আগামী ৬ ডিসেম্বর লভ্যাংশ দেওয়া হবে। এ জন্য বন্ডটির রেকর্ড ডেট আগামী ২৪ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২ জুন মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) পারপেচ্যুয়াল বন্ডের ২০২৪ সালের ৬ জুন থেকে ৫ ডিসেম্বের পর্যন্ত অর্ধবার্ষিক সময়ের জন্য ১০ শতাংশ হারে কুপন রেট ঘোষণা করেছে। উল্লিখিত হারে রিটার্ন পাবেন এমটিবি পারপেচ্যুয়াল বন্ডের ইউনিটধারীরা।

ঢাকা/এনটি/ইভা


সর্বশেষ

পাঠকপ্রিয়