প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতন
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১০ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে।
এদিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বাড়লেও সিএসইতে কমেছে। সেই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দামও কমেছে।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫০.৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৬৫ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১২.৩৯ পয়েন্ট কমে ১ হাজার ১৭৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১১.৫৮ পয়েন্ট কমে ১ হাজার ৯৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে, শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৬৩টি কোম্পানির, কমেছে ২৯২টির এবং অপরিবর্তিত আছে ৩৯টির।
এদিন ডিএসইতে মোট ৫৫৯ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৪১ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৪৬.৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৯৮৪ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৮২.৫৪ পয়েন্ট কমে ১৪ হাজার ৬৭৯ পয়েন্টে, শরিয়াহ সূচক ২.৭৭ পয়েন্ট কমে ৯৫১ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১৬.২৮ পয়েন্ট কমে ১২ হাজার ২২৪ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে ২০৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে, শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৪৫টি কোম্পানির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত আছে ২০টির।
দিন শেষে সিএসইতে ৩ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
ঢাকা/এনটি/ইভা