ঢাকা     মঙ্গলবার   ১০ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৫ ১৪৩১

সহযোগী কোম্পানিতে আরো বিনিয়োগ করবে বার্জার পেইন্টস

জ্যেষ্ঠ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৪, ১১ নভেম্বর ২০২৪  
সহযোগী কোম্পানিতে আরো বিনিয়োগ করবে বার্জার পেইন্টস

পুঁজিবাজারে বিবিধ খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ সহযোগী কোম্পানিতে আরো বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। বার্জার পেইন্টস কর্তৃপক্ষ ধাপে ধাপে ওই কোম্পানিতে ২ কোটি ২৫ লাখ টাকা বিনিয়োগ করবে।

সোমবার (১১ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর অগে রোববার (১০ নভেম্বর) অনুষ্ঠিত বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায় সহযোগী কোম্পানিতে নতুন করে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

তথ্য মতে, বার্জার পেইন্টসের আলোচিত সহযোগী কোম্পানির নাম বার্জার টেক কনসালটিং লিমিটেড। কোম্পানিটি ২০২২ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এই কোম্পানির আরও ২২ লাখ ৫০ হাজার শেয়ার কিনবে বার্জার পেইন্টস।

বার্জার টেক কনসালটিং লিমিটেড তথ্য প্রযুক্তি সংক্রান্ত নানা সেবা দিয়ে থাকে।


 

এনটি//


সর্বশেষ

পাঠকপ্রিয়