পুঁজিবাজারে সূচকের পতন, বেড়েছে লেনদেন
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে।
এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে। সেই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম ডিএসইতে বাড়লেও সিএসইতে কমেছে।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৫.০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৯৮ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১২.২৯ পয়েন্ট কমে ১ হাজার ১৯৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৭.৩৪ পয়েন্ট কমে ১ হাজার ৯৭০ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৪০০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে, শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৩৬টি কোম্পানির, কমেছে ২১৬টির এবং অপরিবর্তিত আছে ৪৮টির।
এদিন ডিএসইতে মোট ৫৭৭ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৭৬ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৩০.৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৫৫.০৮ পয়েন্ট কমে ১৪ হাজার ৭৮৬ পয়েন্টে, শরিয়াহ সূচক ৭.২১ পয়েন্ট কমে ৯৫২ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ২৬.৯৭ পয়েন্ট কমে ১২ হাজার ৩০৮ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে ২১১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে, শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৮১ কোম্পানির, কমেছে ১০৬ এবং অপরিবর্তিত আছে ২৪টির।
দিন শেষে সিএসইতে ১২ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
ঢাকা/এনটি/ইভা