ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শিক্ষাব্যবস্থা জাতীয়করণে প্রধানমন্ত্রীর সহযোগিতা চায় শিক্ষক সমিতি

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০০, ১২ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিক্ষাব্যবস্থা জাতীয়করণে প্রধানমন্ত্রীর সহযোগিতা চায় শিক্ষক সমিতি

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডে বেতন থেকে অতিরিক্ত ৪ শতাংশ কর্তন বন্ধ এবং শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব আয় রাষ্ট্রীয় কোষাগারে ফেরত নিয়ে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি জানানো হয়েছে।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও আলোচনা সভা থেকে এ দাবি জানায় বাংলাদেশ শিক্ষক সমিতি।

সমিতির সভাপতি নজরুল ইসলাম রনির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের সমন্বয় কমিটির নির্বাহী সভাপতি দেলোয়ার হোসেন মিনা, প্রধান উপদেষ্টা সাইদুল হোসেন সাহেদ, সিনিয়র সহ-সভাপতি গাজী মামুন আল জাকীর, সিনিয়র যুগ্ম-মহাসচিব আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, শিক্ষকদের সাথে কোনো ধরণের আলোচনা ছাড়াই শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডে অতিরিক্ত ৪ শতাংশ কর্তন শুরু হয়েছে। কর্তনের এ টাকার কোনো হিসাব শিক্ষক সমাজ জানে না। এ কর্তন অবিলম্বে বন্ধ করতে হবে। সামনে ঈদুল আযহা। বর্তমানে শিক্ষকরা ২৫ শতাংশ ঈদ বোনাস পান, যা দিয়ে ঈদের আনন্দ উপভোগ করা যায় না। তাই ২৫ শতাংশের পরিবর্তে সরকারি নিয়মে ঈদ বোনাস প্রদানের দাবি জানান তারা।

বক্তারা বেতন বৈষম্য দূর করে শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব আয় রাষ্ট্রীয় কোষাগারে ফেরত নিয়ে অবিলম্বে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

 

রাইজিংবিডি/ঢাকা/১২জুলাই ২০১৯/মামুন খান/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়