ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ঢাবি প্রশাসনকে ৭ দিনের আল্টিমেটাম

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৯, ২০ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাবি প্রশাসনকে ৭ দিনের আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক : দাবি আদায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাত দিনের আল্টিমেটাম দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

দাবি মানা না হলে আগামী ২৭ তারিখ ফের আন্দোলনে নামার হুমকি দিয়েছেন শিক্ষার্থীরা।

তাদের দাবি, মিতুর কাগজগুলো কলেজ বোর্ডের কাছে হহস্তান্তর করতে হবে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে মিতুর আত্মহত্যার কারণ উদঘাটন করতে হবে এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এর আগে শনিবার দুপুর সাড়ে ১১টার দিকে শিক্ষাথীরা সড়কে অবস্থান নেন।

প্রসঙ্গত, গত ১৬ জুলাই রাতে আত্মহত্যা করেন ঢাবি অধিভুক্ত বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের ছাত্রী মনিজা আক্তার মিতু।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ফলাফলে তিন বিষয়ে ফেল করেন তিনি। পরিবারের দাবি, পরীক্ষার ফল মেনে নিতে না পেরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

মিতু মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার মহিউদ্দিন মাস্টার ও সালমা বেগমের মেয়ে। তিনি বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ছিলেন।

 

রাইজিংবিডি/ঢাকা/২০ জুলাই ২০১৯/ইয়ামিন/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়