ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

‘ভিসি স্যার আপনি আসুন, আমরা আপনার কথা শুনতে চাই’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৩, ১০ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
 ‘ভিসি স্যার আপনি আসুন, আমরা আপনার কথা শুনতে চাই’

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আবরার হত্যার প্রতিবাদে আন্দোলরত শিক্ষার্থীরা ভিসিকে ক্যাম্পাসে আসতে ও তাদের সঙ্গে কথা বলার আহবান জানিয়েছে।

তারা বলছে, ‘ডিএসডাব্লিউ স্যার, শিক্ষক সমিতির স্যারেরা আমাদের কথা শুনেছেন। তারা কথা বলেছেন। কিন্তু ভিসি স্যার আপনি কেন আসছেন না? স্যার আপনি আসুন। আমরা আপনার কথা শুনতে চাই। আপনি বলবেন আমরা শুনব।’

বৃহস্পতিবার দুপুররের পর বুয়েট ক্যাম্পাসের সামনের সড়ক অবরোধ করার পর আন্দোলনরত শিক্ষার্থীরা ভিসিকে উদ্দেশ্য করে এসব কথা বলেন।

চতুর্থ বর্ষের শিক্ষার্থী তিথি বলেন, ‘এ ঘটনার পর ভিসি স্যার নিরব ভূমিকা পালন করেছেন। তিনি একবার আমাদের সঙ্গে দেখা করে কোনো সমাধান না দিয়ে চলে গেছেন। এরপর থেকে আমরা তার সঙ্গে যোগোযোগ করার চেষ্টা করেই যাচ্ছি। কিন্তু তিনি সাড়া দিচ্ছেন না।’

তিনি  আরো বলেন, ‘সবাই আমাদের দাবি মেনে নেওয়ার পক্ষে। কিন্তু ভিসি স্যার আমাদের কোনো সমাধান দিচ্ছেন না।’

এর আগে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সারা দিনের কর্মসূচি ঘোষণা করে। এরপর একটি মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে বুয়েট গেটের সামনের সড়ক অবরোধ করে।

উল্লেখ্য, আবরার ফাহাদ হত্যার ঘটনার পর হত্যাকারীদের বিচারের দাবিসহ ১০ দফা দাবিতে আন্দোলন শুরু করে সাধারণ শিক্ষার্থীরা।

আন্দোলনের দ্বিতীয় দিনে রাতে শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন ভিসি।  তবে শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে কোনো সমাধান ছাড়াই তিনি চলে যান।


ঢাকা/নূর/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়