ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

অভিযোগ বাক্স বসিয়েছে বুয়েটের তিতুমীর হল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১২, ১০ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অভিযোগ বাক্স বসিয়েছে বুয়েটের তিতুমীর হল

হলে শিক্ষার্থী নিপীড়নের তথ্য জানাতে অভিযোগ বাক্স বসিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তিতুমীর হল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার হলের প্রবেশমুখে অভিযোগ বাক্স বসানো হয়। হলের নিরাপত্তাকর্মীরা এ তথ্য জানিয়েছেন।

অভিযোগ বাক্সের গায়ে লেখা আছে, তিতুমীর হলে নিয়ম-শৃঙ্খলা   পরিপন্থী ও নিয়ম বহির্ভূত কোনো কর্মকাণ্ড সংঘটিত হলে লেখা আকারে হল কর্তৃপক্ষের কাছে জানানোর অনুরোধ করা যাচ্ছে।

প্রসঙ্গত, গত রোববার রাতে বুয়েটের শেরেবাংলা হলের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে অচেতন অবস্থায় ফাহাদকে উদ্ধার করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই রাতে হলের ২০১১ নম্বর কক্ষে আবরারকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন পিটিয়েছে বলে অভিযোগ উঠে। আবরার বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭তম ব্যাচ) শিক্ষার্থী ছিলেন।


ঢাকা/নূর/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়