ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পূর্ণদিবস কর্মবিরতিতে প্রাথমিকের শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৯, ১৭ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পূর্ণদিবস কর্মবিরতিতে প্রাথমিকের শিক্ষকরা

সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের গ্রেড পরিবর্তনের দাবিতে গত তিন দিন ধরে বিভিন্ন কর্মসূচী পালন করছেন শিক্ষকরা।

পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সারাদেশে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হচ্ছে। বিদ্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষকদের এ কর্মসূচী পালন করতে দেখা গেছে।

দাবি আদায় না হলে আগামী ২৩ অক্টোবর সকল শিক্ষকরা রাজধানী ঢাকায় উপস্থিত হয়ে মহাসমাবেশে যোগ দেবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলনে নামবেন বলে ঘোষণা দিয়েছেন ‘বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ’ এর নেতৃবৃন্দ।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় ঐক্য পরিষদের সদস্য সচিব মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ রাইজিংবিডিকে বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে বৈষম্য দূরীকরণে সরকারের পক্ষ থেকে বারবার আশ্বাস দেয়া হলেও তা আজো বাস্তবায়ন করা হয়নি।’ 

তিনি আরো বলেন, প্রধান শিক্ষকদের দশম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১১ গ্রেড দিতে আমরা দীর্ঘদিন থেকে দাবি করে আসছি। কিন্তু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রধানদের দশম গ্রেড দেয়া হলেও সহকারীদের ১২তম গ্রেড দিতে বলা হয়েছে। এটিও সরকারের পক্ষ থেকে ফিরিয়ে দেয়া হয়েছে। এসব বিষয়ের প্রতিবাদ জানাতে আমার বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি।’

 

ঢাকা/ইয়ামিন/জেনিস 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়