ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ভর্তিচ্ছুদের মোবাইল-ব্যাগ নিয়ে লাপাত্তার অভিযোগ

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৫, ২২ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভর্তিচ্ছুদের মোবাইল-ব্যাগ নিয়ে লাপাত্তার অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষার্থীদের ব্যাগ-ফোন জমা রাখার সুবিধাদাতা ডেস্কসহ লাপাত্তা হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। তবে কারা এবং কতটি ফোন নিয়ে গেছে তা এখনো জানা যায়নি।

সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের পশ্চিম পাশে থাকা কয়েক জন স্বেচ্ছাসেবক জানান, সোমবার (২১ অক্টোবর) বেলা ১১ টা ৪৫ এ অনুষ্ঠিত পরীক্ষা শেষে ১৮-২০ জন পরীক্ষার্থী ফোন হারিয়ে গেছে বলে তাদের কাছে অভিযোগ করেন। তারা বলেন, ভবনের সামনে একটি ডেস্কে ফোন জমা রেখে তারা পরীক্ষা দিতে যায়। ওই ডেস্কে ১০ টাকার বিনিময়ে প্রত্যেক পরীক্ষার্থীকে ফোন ও ব্যাগ রাখতে দেয়া হয়েছিল। পরীক্ষা শেষে তাদেরকে ফেরত দেয়া হবে এই শর্তে পরীক্ষার্থীরা ফোন জমা দেন।

তবে পরীক্ষা শেষে তারা দেখেন আগের জায়গায় কোনো ডেস্ক নেই। আশেপাশে কোথাও ডেস্ক দেখতে না পেয়ে তারা স্বেচ্ছাসেবকদের কাছে অভিযোগ করেন।

এসময় স্বেচ্ছাসেবকরা পরীক্ষার্থীদের ওই ভবনের পাশে প্রশাসনের বসানো ৭ নম্বর হেল্প ডেস্কে তা জানাতে বলেন।

তবে, এ বিষয়ে ৭ নম্বর হেল্প ডেস্কের দায়িত্বে থাকা সহকারী প্রক্টর সুমন হোসেন বলেন, ‘আমি থাকাকালে এরকম কোনো অভিযোগ পাইনি। আমার অনুপস্থিতিতে কেউ এমন অভিযোগ করেছে বলে আমার জানা নেই। কেউ অভিযোগ করে থাকলে আমি অবশ্যই জানতাম।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘আমার কাছে এ ব্যাপারে কোনো অভিযোগ আসেনি। তবে এ ধরনের ঘটনা ঘটলে তা অনাকাঙ্খিত। আমি এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি। কেউ অভিযোগ করলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেয়া হবে।’


রাবি/শাহিনুর খালিদ/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়