ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জাবিতে নতুন কর্মসূচি ঘোষণা

উপজেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৫, ৮ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাবিতে নতুন কর্মসূচি ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণের দাবিতে নতুন তিন কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনকারীরা।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে সংবাদ সম্মেলন করে একথা জানান তারা।

এতে বক্তব্য রাখেন বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক শাকিল উজ্জামান।

তিনি বলেন, ‘রাতেই একটি বিক্ষোভ মিছিল নিয়ে হল বন্ধের প্রতিবাদ জানিয়ে মেয়েদের হল খুলে দেয়ার জন্য অবস্থান কর্মসূচি পালন করা হবে। এরপর ভিসির দুর্নীতির তথ্য-উপাত্ত নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে যাবেন আন্দোলনকারীদের দুজন প্রতিনিধি।’

এছাড়া আগামীকাল (শনিবার) বিকেল ৪ টায় যে পটচিত্র অঙ্কিত হবে, সেটা নিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং মিছিল শেষে পটচিত্রটি ঢাকা-আরিচা মহাসড়কে টানিয়ে দেয়া হবে।

উল্লেখ্য, গত সোমবার রাত থেকে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষক-শিক্ষার্থীরা। আন্দোলনের অংশ হিসেবে ক্যাম্পাসে তারা বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদী কনসার্টেরও আয়োজন করেন। 


সাভার/আরিফুল ইসলাম সাব্বির/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়