ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নোবিপ্রবিতে জাতীয় কৃষি দিবস পালিত

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০১, ১৫ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নোবিপ্রবিতে জাতীয় কৃষি দিবস পালিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘জাতীয় কৃষি দিবস-২০১৯’ পালিত হয়েছে।

এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগ এর আয়োজন করে।

শুক্রবার সকালে কৃষি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ‘কৃষিই কৃষ্টি, কৃষিই সমৃদ্ধি কৃষি দিবস-২০১৯’ স্লোগানকে প্রতিপাদ্য করে র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি বঙ্গবন্ধু চত্বর থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রদক্ষিণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে শেষ হয়।

পরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর সামনে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের অধ্যাপক আতিকুর রহমান, সহকারী অধ্যাপক মোহাম্মদ নুরুজ্জামান ও বিভাগের অন্য শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশ নেন।


নোবিপ্রবি/আহমেদ ফাহিম/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়