ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

রুয়েটের শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণ

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৯, ১৪ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রুয়েটের শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের সংগঠন ‘আমরা ফাউন্ডেশন’ এর পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

'ব্লেন্ডারস' ফুড কার্টের সহযোগিতায় সংগঠনটি রাজশাহীতে প্রায় ৪০ প্যাকেট শীতবস্ত্র ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে।

এর আগে গত ২ ও ৩ জানুয়ারি আমরা ফাউন্ডেশনের পক্ষ থেকে রাজশাহীর ভদ্রা বস্তি, কোর্ট স্টেশন এবং দরগাপাড়ায় প্রায় আড়াইশো প্যাকেট শীতবস্ত্র ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

এসময় ব্লেন্ডারসের কর্ণধার রমিত ওয়াশিকুল আমরা ফাউন্ডেশনের প্রতি শুভকামনা জানিয়ে সমাজের সবাইকে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ছালাতিজ্জোহা ইফতি বলেন, ‘তীব্র শীতে উত্তরবঙ্গ তথা রাজশাহীর ছিন্নমূল, হতদরিদ্র মানুষজন প্রতিবছরই কষ্ট পেয়ে থাকেন। আমরা ফাউন্ডেশনের মাধ্যমে তাদের শীত নিবারণের জন্য একটি ক্ষুদ্র প্রয়াস আমরা এই বছর নিয়েছিলাম। ব্লেন্ডারস ও এর কর্ণধার রমিত ওয়াসিকুল ভাই এবং ইশফাক ইয়াশশির ইপু ভাইকে অশেষ ধন্যবাদ জানাই তাদের আন্তরিক সহযোগিতার জন্য।


রুয়েট/মাহমুদুর রহমান/মাহি  

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়