ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নোবিপ্রবির নতুন রেজিস্ট্রার অধ্যাপক আবুল হোসেন

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৮, ১৫ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নোবিপ্রবির নতুন রেজিস্ট্রার অধ্যাপক আবুল হোসেন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নতুন রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. আবুল হোসেন।

তিনি বর্তমানে নোবিপ্রবির ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপকে এবং সাবেক উপ-উপাচার্য ছিলেন।

তিনি রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব নিয়ে অধ্যাপক মমিনুল হকের স্থলাভিষিক্ত হন।

রেজিস্ট্রার অধ্যাপক মো. মমিনুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি আগামী ১৬ জানুয়ারি থেকে দায়িত্ব পালন করবেন।

অধ্যাপক ড. আবুল হোসেন ১৯৫৪ সালের ১ জুলাই লক্ষ্মীপুরের মহাদেবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৭ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরে জাপানের ওসাকা ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজ, কাগোশিকা ও কিউশু বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন।

কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা ছাড়াও তিনি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

২০১২ সালের মার্চ মাসে নোবিপ্রবিতে যোগদানের পূর্বে তিনি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় কর্মরত ছিলেন। দীর্ঘ ৩৭ বছরের শিক্ষকতা, গবেষণাসহ কর্মজীবনে বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় জার্নাল, সাময়িকী ও সংবাদপত্রে তার প্রকাশিত গবেষণা ও অন্যান্য প্রকাশনার সংখ্যা প্রায় চার শতাধিক।

 

নোবিপ্রবি/ফাহিম/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়