ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পোর্ট সিটি ইউনিভার্সিটির সেমিনারে ভারতের অধ্যাপক

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৯, ১৯ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পোর্ট সিটি ইউনিভার্সিটির সেমিনারে ভারতের অধ্যাপক

চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘ডেভেলপমেন্ট কমিউনিকেশন ফর সোশ্যাল ইনিশিয়েটিভস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিশ্ববিদ্যালয়ে এ সেমিনার হয়। এতে মূল বক্তা ছিলেন ভারতের অমিতি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব কমিউনিকেশনের সহকারী অধ্যাপক ড. শৃঙ্খলা উপধ্যায়া। প্রধান অতিথি ছিলেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ড. নুরুল আনোয়ার এবং বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ শহীদ উল্লাহ।

ড. শৃঙ্খলা উপধ্যায়া শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘বিশ্বায়নের এই সময়ে প্রত্যক্ষভাবে বিশ্বের ধনী দেশগুলোর সাথে অনুন্নত বা উন্নয়নশীল দেশের বৈষম্যটা কমিয়ে আনার সুযোগটা কাজে লাগাতে হবে। সেজন্য সমানভাবে সবাইকে কাজে মনোযোগী হতে হবে।’

এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান দিলরুবা রেনু।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সেমিনারটিতে অংশগ্রহণ করেন।


চট্টগ্রাম/আরাফাত/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়