ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২২, ২৫ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত

ছবি : শাহীন ভুঁইয়া

শিক্ষা প্রতিষ্ঠানে (মাধ্যমিক স্কুল ও দাখিল মাদ্রাসা) স্টুডেন্ট কেবিনেট নির্বাচন-২০২০ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ৯টায় স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। চলে দুপুর ২টা পর্যন্ত। বিকেলে বিজয়ীদের তালিকা প্রকাশ করা হবে। এই নির্বাচনের মাধ্যমে প্রতিটি প্রতিষ্ঠানে নির্বাচিতরা একজন প্রধানমন্ত্রী ও কয়েকজন মন্ত্রী নির্বাচন করে মন্ত্রিসভা গঠন করবে। এ মন্ত্রিসভা এক বছর মেয়াদে প্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করবে।

শিক্ষার্থীদের এ নির্বাচন কার্যক্রম পরিদর্শন করতে শনিবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে যান। এ সময় তিনি বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখেন।

এবার মাধ্যমিক বিদ্যালয়ে ১ লাখ ৩১ হাজার ৭২টি ও মাদ্রাসায় ৫২ হাজার ৩৩৬টি পদে প্রার্থীরা অংশ নেয়। এতে মোট ভোটার ছিল ১ কোটি ১৫ লাখ ৫৩ হাজার ৯১৬ জন। এর মধ্যে ৬২ লাখ ৫১ হাজার ৬৮৩ জন ছাত্রী (৫৪ দশমিক ১০ শতাংশ) রয়েছে।

দেশের মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ থেকে দশম শ্রেণি) ও দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্র চর্চা তৈরি করতে স্টুডেন্টস কেবিনেট নির্বাচনের আয়োজন করা হয়। এর মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্র চর্চাসহ একে অপরকে সহযোগিতা করা, শ্রদ্ধা প্রদর্শন, শতভাগ শিক্ষার্থী ভর্তি ও ঝড়ে পড়া রোধে সহযোগিতা, পরিবেশ উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ নিশ্চিতসহ ক্রীড়া, সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত হয়। ২০১৬, ২০১৭, ২০১৮, ২০১৯ সালে দেশে সব মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়।


ঢাকা/হাসান/সাজেদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়