ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৪, ২৬ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ভিসির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

রোববার সকাল থেকে চলা এই বিক্ষোভে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

এরপর শ্লোগান তারা দিতে দিতে অবস্থান নেন জয় বাংলা ভাস্কর্য চত্ত্বরে। এসময় বিভিন্ন জায়গা থেকে আরো শিক্ষার্থীরা এসে সেখানে জড়ো হতে থাকেন।

ভিসির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের মধ্যে রয়েছে- পরিবহন সংকট, নিয়োগে অস্বচ্ছতা, আবাসন সংকট, সমস্যা সমাধানের প্রতিশ্রুতি রক্ষা না করা, শিক্ষক হয়রানি প্রভৃতি।

শিক্ষার্থীরা বলেন, ‘বৃহত্তর আন্দোলনের মুখে ভিসি গত বছরের নভেম্বরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস আনার প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত কোনো বাসের দেখা যায়নি। শুধু বাসই নয়, মসজিদ-উপসানালয়, টিএসসি, অডিটোরিয়ামসহ আরো অনেক কিছুরই প্রতিশ্রুতি দিয়েছিলেন ভিসি। কিন্তু সেগুলো বাস্তবায়নের দৃশ্যমান কোন অগ্রগতি দেখা যায়নি।’

এসময় তারা দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার কথা জানান।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভিসি এএইচ এম মোস্তাফিজুর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের বিষয়টি বিবেচনা করা হবে বলে আশ্বাস দেয়ার পর তারা আন্দোলন শিথিল করেছে।’

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে দুই হলের কাজ চলমান। প্রায় দুই বছর আগে কাজ শেষ করার কথা থাকলেও এখন পর্যন্ত কাজ শেষ করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া সম্প্রতি নিয়োগে অনিয়ম, শিক্ষক রফিকুল আমিনকে হয়রানিসহ বিভিন্ন অভিযোগ ওঠে ওই ভিসির বিরুদ্ধে।

 

মিলন/বুলাকী

 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়