ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রঙিন ব‌্যাগ পেয়ে উচ্ছ্বসিত ওরা

ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৭, ২৯ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রঙিন ব‌্যাগ পেয়ে উচ্ছ্বসিত ওরা

কুয়াশায় মোড়ানো শীতের সকাল। সকালের আলসেমি আর তীব্র শীতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে তিনশ শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ছিল ধামইরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ।

প্রতীক্ষার প্রহর গুণছে তারা। কখন আসবে সেই সময়। কখন আসবে তাদের কাঙ্ক্ষিত স্কুল ব‌্যাগ। অবশেষে তাদের হাতে তুলে দেয়া হয়- রঙিন স্কুলব‌্যাগ, কলমসহ আরো অনেক শিক্ষা সামগ‌্রী। ছোট ছোট মুখ আনন্দে রঙিন হয়ে ওঠে।

বুধবার চার স্কুলের দরিদ্র শিক্ষার্থীদের হাতে এসব উপহার তুলে দেয় নওগাঁর ধামইরহাটের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘আস্থার হাত’।

এদের মধ‌্যে অতি দ্ররিদ্র ৩০ শিক্ষার্থীকে দেয়া হয় স্কুলব‌্যাগ। আর তিনশ শিক্ষার্থীর মাঝে কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এছাড়া আস্-সাহারা তালিমুল কোরআন ইসলামি একাডেমির ১১ শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন শরীফ তুলে দেয়া হয়।

ব‌্যাগ পেয়ে হরিতকীডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুদে শিক্ষার্থী মরিয়ম খাতুন (দ্বিতীয় শ্রেণি), সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র মো. মিনহাজ হোসেন, মডেল প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী শ্রীমতি অঞ্জনা, কুলফৎপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী উম্মে সালমাসহ সবাই বেশ উচ্ছ্বসিত।

তারা বলে, ‘ব্যাগগুলো অনেক সুন্দর। আমাদের স্কুল ব্যাগ না থাকায় অনেক কষ্ট করে স্কুলে যেতে হতো। অনেক সময় খাতা-বই-কলম হারিয়ে যেতো। স্কুলে ও বাড়িতে অনেক বকা শুনতে হতো। এখন বই-খাতা হারানোর আর ভয় নেই। ব্যাগে ভরে স্কুলে যাব মজা করে।’

‘আস্থার হাত’ এর প্রতিষ্ঠাতা সভাপতি নূরুন্নবী ফারুকী ডাবলু জানান, ‘ঝরে পড়া রোধে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করার সিদ্ধান্ত নেই। অনেক সময় ব‌্যাগ না থাকায় শিশুরা হীনমন‌্যতায় ভোগে। এখন তারা আরো মনোযোগী হয়ে বিদ‌্যালয়ে আসবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা গণপতি রায় জানান, হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, কলম ও পবিত্র কোরআন শরিফ বিতরণ নিঃসন্দেহে ভাল উদ্যোগ। এতে শিক্ষার্থীরা পড়াশুনাতে মনোযোগী হবে। লেখাপড়ায় ভাল করবে।

উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আলী মণ্ডল জানান, এটি নিঃসন্দেহে ভাল কাজ। ভবিষতে এমন কাজ দেখে আরো অনেকে এগিয়ে আসবে। সমাজের উন্নয়নে ভূমিকা রাখবে।

এসময় তিনি ‘আস্থার হাত’সংগঠনের সমৃদ্ধি কামনা করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন- সরকারি এম এম কলেজের সাবেক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. ইকবাল হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতার বানু আশাসহ এলাকার গণ‌্যমান‌্য ব‌্যক্তিবর্গ ও গণমাধ‌্যম কর্মীরা।


অরিন্দম/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়