ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

জেডিসিতে ফেল থেকে পাস করলো ১৭০ শিক্ষার্থী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৯, ২৯ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জেডিসিতে ফেল থেকে পাস করলো ১৭০ শিক্ষার্থী

জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ হয়েছে।

ফলাফল পুনরায় যাচাই করার পর ফেল থেকে পাস করেছে ১৭০ মাদ্রাসা শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৪০ জন। আর জিপিএ পরিবর্তন হয়েছে ১০৬ জন পরীক্ষার্থীর।

বুধবার মাদ্রাস শিক্ষা বোর্ড জেডিসি পরীক্ষার এই পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করেছে।

এদিকে ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রন শাখা জানিয়েছে, বিকেল ৪টার পর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হবে।

মাদ্রাসা শিক্ষা বোর্ড সূত্র জানায়, ৩১ ডিসেম্বর প্রকাশিত ফল চ্যালেঞ্জ করেন সাত হাজার ২৯ জন। তারা মোট ১০ হাজার ৪৫টি খাতা চ্যালেঞ্জ করে। আবেদনকারীদের মধ্যে মোট ৩১৬ জনের ফল পরিবর্তন হয়েছে। এদের মধ্যে ফেল থেকে পাস ১৭০ জন, জিপিএ পরিবর্তন ১০৬ জন আর নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৪০ জন।

প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর জেডিসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে পাসের হার ৮৯ দশমিক ৭৭ ভাগ। জেডিসিতে ১ হাজার ৬৮২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল।




ঢাকা/হাসান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়