ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

এসএসসিতে যশোর বোর্ডে ছাত্রীর সংখ্যা বেশি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০২, ২৯ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এসএসসিতে যশোর বোর্ডে ছাত্রীর সংখ্যা বেশি

আগামী ৩ ফ্রেরুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। যশোর শিক্ষাবোর্ডে এবার ছাত্রের থেকে ছাত্রীর সংখ্যা বেশি। পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ৬১ হাজার ৬৯৫ জন পরীক্ষার্থী। তারমধ্যে ছাত্র ৮০ হাজার ৬৭০ জন ও ছাত্রী ৮১ হাজার ২৫ জন।

পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র জানান, যশোর শিক্ষাবোর্ডের অধীনে খুলনা বিভাগের ১০ জেলা থেকে ১ লাখ ৬১ হাজার ৬৯৫ জন পরীক্ষার্থীর সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা নিতে ২৪৩টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। শিক্ষকদের নির্দেশনা দিতে শিক্ষাবোর্ডে ২৮ ও ২৯ জানুয়ারি দুই দিনব্যাপী কর্মশালা হবে।

তিনি জানান, ১০ জেলার মধ্যে খুলনা জেলা থেকে ২৪ হাজার ৪৬০ জন;  বাগেরহাট থেকে ১৩ হাজার ৮৮০ জন; সাতক্ষীরা থেকে ১৮ হাজার ১০৯ জন; কুষ্টিয়া থেকে ২২ হাজার ১১০ জন; চুয়াডাঙ্গা থেকে ১০ হাজার ৪৫০ জন; মেহেরপুর থেকে ৭ হাজার ৮৭১ জন; যশোর থেকে ২৭ হাজার ৮৪৪ জন; নড়াইল থেকে ৮ হাজার ৮৮৭ জন; ঝিনাইদহ থেকে ১৮ হাজার ১৪৯ জন ও মাগুরা থেকে ৯ হাজার ৯৪৭ জন পরীক্ষার্থী অংশ নেবে।

 

রিটন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ